সামান্তা’র কবিতা – নেই
নেই
-সামান্তা
চারপাশের ধুধু হাহাকার বলে
তুমি নেই
কাক ডাকা ভোর বলে
তুমি নেই
আমার একলা দুপুর বলে
তুমি নেই
গোধুলী বিকেল বলে
তুমি নেই
সাজের সন্ধ্যা বলে
তুমি নেই
রাতের অন্ধকার বলে
তুমি নেই
আলো ঝলমলে জোছনা বলে
তুমি নেই
সন্ধ্যা তারা বলে
তুমি নেই
মেঠো পথ বলে
তুমি নেই
আমার এ শুন্য ঘর বলে
তুমি নেই
শাড়ির আচঁল, কপালের টিপ বলে
তুমি নেই
ফাঁকা বিছানা বালিশ বলে
তুমি নেই
তোমার প্রিয় কফির মগ বলে
তুমি নেই
এত এত অসীম শুন্যতার মাঝেও
কেবল এ হৃদয় বলে
তুমি আছো
পুরোটা অস্তিত্ব জুরেই…..!