নোয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এক ঘণ্টায় নোয়াখালী শহরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহতদের কয়েকজন হলেন মাদ্রাসার ছাত্র জাহিদ (১৮), কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), নুরুজ্জামান (১৫), পলাশ, (১৪), নির্মল দাস (২৫) ও আবদুল মান্নান (৭০)।
তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মাইজদী নুতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিএডিসি ভবন পর্যন্ত একটি পাগলা কুকুর এলোপাতাড়ি পথচারীদের কামড়াতে থাকে। এ সময় আতংকে লোকজন দৌড়াতে থাকে।
এক পর্যায়ে কিছু লোক জড়ো হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, কুকুরের কামড়ে আহত ২২ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে।
কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাই রোগীদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশেধক ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।