পঞ্চগড়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে আগুনে পুড়ে রোজা মনি (২২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার শিতাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার সময় রমজান এর শয়ন ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন লাগে রমজান এর ২২ মাস বয়সী শিশুকন্যা রোজা মনি আগুনে পুড়ে আঙ্গার হয়ে যায়। এছাড়াও ঘরে রক্ষিত টাকা ,কাপড়, ধান ,চালসহ সর্বস্ব পুড়ে যায়।’
স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একই সময়ে ঘরের চতুর্দিক আগুন ছড়িয়ে পড়ে। শিশুটিকে ঘর থেকে বের করার আগে আগুনে পুড়ে মৃত্যু হয় শিশুটি।ক্ষনিকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।এদিকে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ,উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ,ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভ এর স্টেশন অফিসার নিরঞ্জন রায় জানান, ধান,চালসহ অনুমান দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাস আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়।