পঞ্চগড়ে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশকর্মীর সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে নুর আলম (২৭) নামে এক বিকাশকর্মীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের তিন মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ওই বিকাশকর্মী।
নুর আলম সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় একই দিন গভীর রাতে নুর ইসলাম।সদর থানায় মামলা করেন।
নুর আলম ও পুলিশ সূত্র বলছে, বিকাশ ডিস্ট্রিবিউটরের অধীনে ডিস্ট্রিক্ট সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত আছেন নুর আলম। শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে এজেন্টদের কাছ থেকে বিকাশের নগদ সাড়ে সাত লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে আসছিলেন। আসার পথে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের তিন মাইল নামক স্থানে একটি মোটসাইকেলে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি তার পথরোধ করে। তারা ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে তার ব্যাগে ফেনসিডিল আছে বলে চ্যালেঞ্জ করে। এ সময় নুর আলম পকেট থেকে মোবাইল ফোন বের করে বিকাশ অফিসে যোগাযোগ করার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ বিষয়ে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমদ এ ছিনতাই প্রসঙ্গে জানান, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে নাকি থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নুর আলম মামলা করেছেন। বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলারও প্রস্তুতি চলছে।