পঞ্চগড়ে পারদ নেমে ৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নিম্নগামী। জেলায় জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে নাকাল হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আবার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।
এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং যা আজ কমে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল এবং তা আজকে কমে একবারে ৬.২ ডিগ্রি সেলসিয়াস এসে পৌঁছায়।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে গত ৩ দিন ধরে দিনের বেলায় সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়েছে। ডিসেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও কমতে পারে।