পঞ্চগড়ে ভিজিএফের চাল আটক
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজার সংলগ্ন গুদামঘর থেকে গরিব-দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা ভিজিএফের ১০৩ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনামের নেতৃত্বে ভিজিএফের ওই ১০৩ বস্তা চাল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৫ হাজার ৭৮৮টি পরিবারের মধ্যে ১৫ কেজি হারে চাল বরাদ্দ ছিল। সোমবার (৩ জুন) সকাল থেকে চাল বিতরণ চলছিল। এ সময় ১০৩ বস্তা চাল হাড়িভাসা বাজার সংলগ্ন গুদামঘরে নিয়ে যাওয়ায় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ১০৩ বস্তা চাল উদ্ধার করেন ইউএনও।
এ ব্যাপারে ইউএনও শাহিনা শবনাম বলেন, ১০৩ বস্তা চাল উদ্ধার ও গুদামঘরকে সিলগালা করে চাল বিতরণ স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।