পবিত্র কুরআন এর বাংলা ও ইংরেজী প্রতিবর্ণায়ন সংযোজন প্রকাশ প্রসঙ্গে
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পবিত্র কুরআন এর বাংলা ও ইংরেজী প্রতিবর্ণায়ন সংযোজন ’বাংলাদেশ মিডিয়াগাইড’ এর ওয়েবসাইট ‘ফ্রি-বুক.নেট’ এ প্রকাশ করা হয়েছে।
বাংলা ও ইংরেজী প্রতিবর্ণায়ন সংযোজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আরবীতে যারা পবিত্র কুরআন পাঠের সামর্থ্য এখনও অর্জন করতে পারেন নাই, তাদের জন্য প্রতিবর্ণায়ন সহায়ক সুযোগ হিসেবে কাজ করবে। আরো বলা প্রয়োজন প্রত্যেক মুসলমানের উচিৎ আরবীতে পবিত্র কুরআন পাঠের সামর্থ্য অর্জন করা।
পবিত্র কুরআন এর ওয়েবলিংক আপনার ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যাতে প্রত্যেক মুসলমান ভাই ও বোন গন মৃত্যর আগে কমপক্ষে একবার হলেও নিজ ভাষায় পবিত্র কুরআন অর্থসহ পড়তে পারেন, বুঝতে পারেন ও আমল করতে পারেন।
নিচে ইমেজ ডিজাইন দেয়া হল, আপনার পছন্দ অনুযায়ী যেকোন সাইজের ইমেজের সাথে পবিত্র কুরআন এর ওয়েবলিংক সংযুক্ত করে প্রকাশ করতে পারবেন।
পবিত্র কুরআন এর ওয়েবলিংক https://quran.free-book.net/