সেলিনা জাহান প্রিয়ার কবিতা-পবিত্র ভাবনা

 

 

 

পবিত্র ভাবনা
———- সেলিনা জাহান প্রিয়া

তোমার এই সুন্দর চেহারার কি মুল্য আছে ?
তুমি যদি তা আল্লার নিকট প্রশংসা না কর ।
তোমার এই জ্ঞান বুদ্ধি বিদ্যার কি মুল্য আছে ?
যদি আলোর পথে কাজে না লাগাও ।
মানুষের জন্য যদি ভাল কিছু না কর ।
তোমার এই হাতের কি মুল্য আছে
যদি আল্লার জন্য না তুলে ধর সবার কাছে ।
আর মানুষের সেবা না করতে পার জীবনে ।
তোমার কানের কি মুল্য আছে ?
তুমি যদি আজান শুনে নামজের জন্য না উঠ
আর যা শুনেছে গীবত তা গোপন না কর
আর যা জেনেছে তা সত্যের জন্য প্রকাশ না কর ।
তোমার পায়ের কি মুল্য আছে যা অন্যায় থেকে থেমে না যায়
তোমার পা বিপদে সাহায্যের জন্য না দৌড়ায় ।
তোমার চোখের কি মুল্য আছে যদি দেখতে না পাও
ন্যায় , অন্যায় ভাল মন্দ সুন্দর অসুন্দর পাপ পুণ্য ।
তোমার জীবনের কি মুল্য আছে বল ?
গোলাম হয়ে জন্ম নিয়ে বাদশা ভাব নিজেকে ।
সাথে এমন কি নিবে যা তোমার নিজের আছে ।
আজ যদি তুমি মরে যাও কাল তোমার সব হয়ে যাবে অন্যের
জন্ম নিয়েছ জন্ম দিয়েছে ,এসেছ চলে গেছ তাই কি জীবন !!
গাছের দিকে দেখ , পাখির দিকে দেখ পশুর দিকে দেখ
মানুষ না হয়েও একটা কাজ করে যাচ্ছে নিজের অজান্তে
তোমার জন্য দিয়ে যাচ্ছে খাদ্য বাতাস আর আসবাপত্র
কিন্তু তুমি কারো খাদ্য , তুমি অন্য কোন প্রানির দাস না
তুমি সৃষ্টির সেরা তবে তোমার সৃষ্টি কি তাঁদের মতো ? না
তোমার দেহের মনের সকল শক্তি বাসানা কে যদি উত্তমেই না করলে
পশুর চেয়ে অধম হয়ে মরলে । তবে কি তুমি ছিলে ?
নিজেকে চিনে নাও মরিবার আগেই । মরিলে যেন তোমার জন্য
চিৎকার করে বলে কোন শিশু আমি হতে চাই ঐ মানুষের মতো
যার হাত পবিত্র ছিল । দেহ পবিত্র ছিল ।মন পবিত্র ছিল
সে ছিল সকল মানুষের সকল সকল জাতের কাছে শুধুই মানুষ
মহাকালের সমীরণ অজানা জান্ম মৃত্যর এই খেলা ঘরে ।।

add2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!