সাইফুল ইসলামের কবিতা-পরিবর্তনশীল
পরিবর্তনশীল
এম. সাইফুল ইসলাম
যা হচ্ছিল ভাই হচ্ছিল
অতিতেরই কালে,
যা ঘটছে ভালই ঘটছে
সময়ের তালে।
যাহা ঘটিবে ভালই ঘটিবে
সুদুর ভবিষ্যতে,
যখনি যাহা ঘটুক নাকো
দিন কিংবা রাতে।
ঘটন অঘটনের ঘনঘটায়
প্রশ্ন তোমার না যেন থাকে,
ঘটাবার যিনি ঘটাচ্ছেন তিনি
তুমি নিরবে ঘাটো তাকে।
তোমার নিজের কি হারিয়েছে
কেনই বা তুমি কাদছো,
এমন কিছুকিকি নষ্ট হয়েছে?
যা তুমি সৃষ্টি করেছো।
তুমি যা কিছু নিয়েছ
এই পৃথিবী থেকেই নিয়েছো,
আর যা কিছুই কাউকে দিয়েছো
এই ভূবন থেকেই দিয়েছো।
আজকে যাহা তোমার নিকট
তোমার বলে আছে,
কাল নিশ্চই চলে যাবে তা
অন্য কারো কাছে।