সমালোচনার মুখে পাকিস্তান সুপার লিগ

 

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার কারণে ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারছে না পাকিস্তান। সেই থেকে দেশে দেশে যাযাবরের মতো ক্রিকেট খেলতে হচ্ছে তাদের। সেকেন্ড হোম বলে পরিচিত দুবাইয়ে এবার প্রথমবারের মতো দেশটি আয়োজন করেছে পাকিস্তান সুপার লিগ। তবে আইপিএলের আদলে কাড়ি কাড়ি টাকার এই টুর্নামেন্ট এবার নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছে। পাকিস্তান সুপার লিগকে দুবাই সুপার লিগ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রাক্তন কোচ মহসিন হাসান। পাকিস্তান সুপার লিগ পাকিস্তানেই হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সমালোচনা করেন মহসিন বলেন, ‘পিএসএল পাকিস্তানের একটি লিগ। ক্রিকেটের উন্নতির জন্য এটি পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়া উচিত।’ লিগ আয়োজন করার চেয়ে ঘরোয়া লিগকে আরও উন্নত করাই পিসিবির লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন মহসিন। এ প্রসঙ্গে পাকিস্তানের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘তরুণ খেলোয়াড়দের জন্য আমরা কি এমন করতে পেরেছি? কোচিং স্টাফ ও খেলোয়াড়দের আমরা দিন দিন কলঙ্কিত করছি।’ মহসিন হাসানের সঙ্গে সুর মিলিয়ে পাকিস্তানের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সরফরাজ নেওয়াজ বলেন, ‘পিএসএল পাকিস্তানে আয়োজন করতে পারলে সেটা আরও ভালো হতো। সিরিজ হারলে আমাদের খেলোয়াড় এবং ম্যানেজররা খেলাকে দোষ না দিয়ে দায় স্বীকার করা উচিত। আমাদের নির্বাচকদের পরিবর্তন দরকার কেননা তারাও ক্রিকেটাকে ধ্বংস করার চেষ্টা করে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!