পাকেরহাটে পয়ো-নি:ষ্কাশনে নকশা প্রণয়ন
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাটে জনদূর্ভোগ কমাতে পয়োনিষ্কাশনে নকশা প্রণয়ন করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, উপজেলার জনবহুলপাকেরহাটে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে। হাটের বিভিন্ন স্থানে এ কারনে যানবাহন ও পথচারীদের চলাফরায় চরম বিঘ্ন ঘটে। অতিরিক্ত কাদা এবং পানি জমে থাকার কারনে পথচারী অনেক সময় দূর্ঘটনার স্বীকার হয়। বিশেষ করে হাটের গুরুত্বপূর্ণ স্থান গ্রোয়ার্স মার্কেট হতে জাকির মার্কেট, বেলতলী মার্কেট হতে শাপলা চত্বর, হাঁস হাটি হতে উপজেলা চেয়ারম্যান মোড়, হাটের ভেতর অলি- গলিগুলো অল্প বৃষ্টিতে পানি জমে থাকে এবং পর্যাপ্ত কাদা পড়ে যায়। ফলে, পথচারী চলাচলে চরম সমস্যা হয়। এছাড়া সাইকেল, ভ্যান, মোটরবাইক কখনও কখনও কাদায় আটকে যায়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান জনাব সহিদুজ্জামান শাহ্’র নজরে আসলে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশনায় দ্রুত ড্রেন নির্মাণ করার জন্য পদক্ষেপ গ্রহন করেন। এ পরিেপ্রক্ষিতে আজ ৫ জুলাই বুধবার দুপুরে ড্রেনেজ নির্মাণ করার জন্য সরেজমিনে আসেন উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক অফিসার আজমল হক, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আতোয়ার হোসেন, উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, আঙ্গার পাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক ধীমান দাস প্রমুখ। উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ নিশ্চিত করেন যে, পররাষ্ট্রমন্ত্রী ও উন্নয়নের কান্ডারী আবুল হাসান মাহমুদ আলীর উদ্দ্যোগে জনমানুষের দূর্ভোগ দূর করার জন্য অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করা হবে। এদিকে ড্রেনেজ নির্মাণের কথা শুনে পাকেরহাটের দোকানদার ও পথচারীরা আনন্দিত হন। অন্যদিকে পাকেরহাট-রানীরবন্দর রাস্তার উপকন্ঠে পুলেরহাটের একই অবস্থা। সেখানে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে পথচারী চলাচলে চরম সমস্যা বিরাজ করছে। দু পাশের দোকান গুলো উচু হওয়ায় পানি নি:ষ্কাশনের কোন ব্যবস্থা নেই। পানি জমে থাকার কারনে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন দোকানদার সহ এলাকাবাসী। তাই তারা দূর্ভোগ উত্তরণের জন্য উপজেলা চেয়ারম্যানসহ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। এলাকাবাসী পাকেরহাটের মতো পুলেরহাটেও ড্রেনেজ নির্মাণের প্রত্যাশা করছেন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।