অয়ন সাঈদ এর কবিতা- পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়
পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়
————————————অয়ন সাঈদ
টিউব লাইটের মতো শরতের ধবধবে মেঘ,
তিস্তার পাড়ে কড়ুই বৃক্ষের বন ছায়ায় অপুষ্ট বনলতা সেন;
তার জরিমাখা কালো শাড়ির মতোই নক্ষত্রের আকাশ
শীর্ণ বাতাসে দুঃখী আচল তবু দমকা ওড়ে।
জ্যোৎস্নার জলের বিচ্ছুরিত আলো চোখে এলে
প্লাবিত বুকে চোরাটান- স্হির রেখা, গুমট বিস্ময়ে দেখি
রূপালী জল নিয়ে যায় কুমীরের এলিয়েন চোখ
বুকের ভেতর তখন নড়েচড়ে শুকনো নদী-
ধারণ করে তার পাড়ের করুণ কাহিনী,
দেখো তিস্তাকে, পানিদেরও ইমিগ্রেশন পেড়ুতে হয়।