পাবনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জেলা যুবলীগের সা. সম্পাদক রকিব হাসান টিপু
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু এক বিবৃতিতে পাবনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর কাছে গৌরব ও আনন্দের দিন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর কাছে অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে। ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, দুঃখ দৈন্যতা ভুলে ধনী, গরিব, নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দে শরীক হতে পারে তিনি সেই প্রত্যাশাই কামনা করেন এবং সেই সাথে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য পাবনাবাসীর প্রতি আহবান জানান।