পাবনার বইমেলার ১৬তম দিন: বইপড়া নিয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের আলোচনা
স্টাফ রিপোর্টার, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় অনুষ্ঠিত মাসব্যাপী বইমেলার ১৬তম দিনে বইমেলা মঞ্চে বইপড়া নিয়ে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের আলোচনা অনুষ্ঠিত হয়।
যারা আলোচনায় অংশ গ্রহণ করে তারা হলো, রুকাইয়া নুসরাত নেহ, রওনাক নোশিন নেহা, সাদিয়া নওয়াল বাইসা চৌধুরী, অপরাজিতা মনি, মুশফিকা আক্তার মুমু, নিরুপম কুন্ডু, ইমরান মেহেদী, রাজেশ সরকার,শ্রুতি সরকার, মাইশা বিনতে হালিম তরী, জান্নাতুল ফেরদৌস অলি, মিফতাহুল জান্নাত অতশি, জান্নাতুন নাইম জীম, সুরাইয়া ইসলাম, রিয়া পাল, শতরুপা ঘোষ, অনন্যা সরকার, বৃষ্টি রানী বসু, কাওসার হাসান, আলী ইমাম, হানিফ আলী, তাহিয়াত তাবাস্সুম তানহা, আবিদ আরহাম, রুপন্তী দাস, তাবাসসুম নুসরাত, সাবিহা আক্তার ও ইশরাত জাহান। এসব শিক্ষার্থীদের অভিনন্দন জানান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব সাংবাদিক আব্দুল মতিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড: মুশফেকা জাহান কণিকা এবং ড. হাবিবুল্লাহ।
অপরদিকে মেলামঞ্চে সকালে সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া নৃত্য রং এর নৃত্য, সুচনা সঙ্গীত একাডেমীর সঙ্গীত, তিন পাগলের সঙ্গীত, একতারা বাউল সংগঠনের বাউল সঙ্গীত, অরফিউজিকের ব্যান্ড সঙ্গীত ও পাবনা স্পষ্টবাকের নাটক মঞ্চস্থ হয়।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।