পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্মস্থান পরিদর্শনে ভারতের ৩ এমপি
সৈয়দ আকতারুজ্জামান রুমী,পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভারতের লোকসভার ৩জন সংসদ সদস্য পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ঠাকুরের জন্মস্থান সংস্কার ও সংরক্ষনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
সোমবার ভারতের লোকসভার ৩জন সংসদ সদস্য পাবনার হেমায়েতপুরে ঠাকুরের জন্মস্থান পরিদর্শনে গেলে সৎসংঙ্গ বাংলাদেশের সাধারন সম্পাদক ধৃতব্যত আদিত্য ও পাবনা মানসিক হাসপাতালের পরিচালক তন্ময় প্রকাশ সহ সৎসঙ্গের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সৎসঙ্গ বাংলাদেশের আমন্ত্রনে ভারতের আসামের সংসদ সদস্য রাধেশ্যাম বিশ্বাস, জয়পুরের সংসদ সদস্য অভিজিৎ মুখার্জি এবং আন্দামানের সংসদ সদস্য বিষ্ণপদ রায় তাদের সফর সঙ্গী প্রসনজিৎ চৌধুরী, স্বরুপ মহন দাস সহ সড়ক পথে বেনাপল হয়ে পাবনাতে আসেন। সোমবার শহরের হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র ঠাকুরের জন্মস্থান পরির্দন করেন। এসময় পাবনা জেলা পরিষদের সদস্য বিজয় ভূষন রায়, সৎসংঙ্গ বাংলাদেশের সাধারন সম্পাদক ধৃতব্যত আদিত্য ও পাবনা মানসিক হাসপাতালের পরিচালক তন্ময় প্রকাশ, প্রবীণ ঋত্মিক শ্রী রাম কৃষ্ণ ভট্রাচার্য্য, সৎসঙ্গ পাবনার সমন্বয়কারী তপন কুমার সরকার হরি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরের জন্মস্থান পরিদর্শন শেষে ভারতীয় তিন এমপি পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সাথে তার বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন। পরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরক্তি জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে ভারতীয় তিন এমপি পাবনা শহরের পাথরতলা মহল্লায় ঠাকুর বাড়িতে পৌছালে সৎসঙ্গ বাংলাদেশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।