পাবনার ৩৩৮টি মন্ডপে আসন্ন দুর্গা উৎসবের সম্ভাবনা; জেলা পুজা উদযাপন পরিষদের সমন্বিত কমিটির সভায় পূর্ন নিরাপত্তার দাবি
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আসন্ন শারদীয় দুর্গা পুজা উৎসবের নিরাপত্তা বিষয়ে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যেগে পাবনা জেলার ৯টি উপজেলা কমিটির সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় পৌর এলাকার শালগাড়িয়া রাধা গোবিন্দ মন্দির মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন যথাক্রমে, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক সৌমেন সাহা ভানু, যুগ্ন সম্পাদক প্রভাষ চন্দ্র ঘোষ দুখু, জেলা পুজাউদযাপন পরিষদের সহ সভাপতি ও সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কোমল চন্দ্র দাস, আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিরোধ কর্মকার ও সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা, পাবনা পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি বলয় কুমার সাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা, আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার সাহা’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এ ছাড়া হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তার তৎপরতা সন্তোষ জনক হওয়ায় নেতৃবৃন্দ পাবনা জেলার পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার এবং আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আসন্ন দুগা পুজা উৎসবকে সুষ্ঠ ও সুন্দর ভাবে পালনের ক্ষেত্রে যে কোন ধরণের সাহার্য্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি নেতৃবৃন্দ প্রশাসনের কাছে জেলার সম্ভাবনাময় আসন্ন শারদীয় উৎসব ৩৩৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে। সমস্ত মন্ডপে দুর্গা দেবী বোধন থেকে বিসর্জন অবধি আইনশৃঙ্খলা বিষয়ে পুর্ন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।