পাবনার ৫টি আসনের ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
পাবনা জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, পাবনার ৫টি আসনে মধ্যে পাবনা-১ আসনে এডভোকেট শামসুল হক টুকু(আওয়ামীলীগ) নৌকা মার্কা, অধ্যাপক আবু সাইয়িদ(গণফোরাম) ধানের শীষ, নাজিবুর রহমান(স্বতন্ত্র) আপেল মার্কা, আব্দুল মতিন(ইসলামী আন্দোলন বাংলাদেশ)হাত পাখা মার্কা, শাখাওয়াত হোসেন(এনপিপি) আম মার্কা, শরিফুল ইসলাম(তরিকত ফেডারেশন ফুলের মালা, মোঃ জুলহাস নাইন(বাংলাদেশ ওয়ার্কাস পার্টি) কোদাল মার্কা, সরদার শাজাহান(জাতীয় পার্টি) লাঙ্গল মার্কা।
পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির(আওয়ামীলীগ) নৌকা মার্কা, এড. সেলিম রেজা হাবিব(বিএনপি) ধানের শীষ, ইউনুস আলী(ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, শামসুর রহমান(তরিকত ফেডারেশন) ফুলের মালা।
পাবনা-৩ আসনে মকবুল হোসেন(আওয়ামীলীগ) নৌকা মার্কা, কেএম আনোয়ারুল ইসলাম(বিএনপি) ধানের শীষ, আব্দুল মুত্তালিব(ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, খায়রুল আলম(গণতন্ত্রী পার্টি) কবুতর।
পাবনা-৪ শামসুর রহমান শরীফ ডিলু(আওয়ামীলীগ) নৌকা মার্কা, হাবিবুর রহমান হাবিব(বিএনপি) ধানের শীষ, মাওলানা আব্দুল জলিল(ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, আব্দুর রশিদ শেখ(এনপিপি) আম মার্কা।
পাবনা-৫ আসনে গোলাম ফারুক প্রিন্স(আওয়ামীলীগ) নৌকা মার্কা, মাওলানা ইকবাল হুসাইন(বিএনপি) ধানের শীষ, অধ্যাপক মোঃ আরিফ বিল্লাহ(ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা মার্কা, আব্দুল কাদের খান(জাতীয় পার্টি) লাঙ্গল মার্কা, আবু দাউদ(এনপিপি) আম মার্কা।