পাবনায় অটোস্ট্যান্ডের আধিপত্যে দু গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মি নিহত ১, আহত ১০
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা শহরের পৈলানপুরে অটোবাইক স্ট্যান্ডের আধিপত্যে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় অরিন নামের এক যুবলীগ কর্মি নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে নিহত যুবলীগ কর্মি অরিন (১৮) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। সে পাবনা শহরের পৈলানপুর মহল্লার ভুট্টু প্রামানিকের ছেলে। নিহত এই যুবলীগ কর্মি অরিন অটোবাইক স্ট্যান্ডের মাষ্টার পদে দায়িত্ব পালন করতো।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হাজী শরিফ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রুপের মধ্যে অটোবাইক স্ট্যান্ডের আধিপত্যে নিয়ে দ্বন্দ্ব চলছিলো। সেই জের ধরে আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় আতংকে মুর্হুতের মধ্যে শতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। পৈলানপুরে ইয়াকুব আলী স্মৃতি সংঘ ক্লাবে হামলা সহ হাজী শরিফ সমর্থিত যুবলীগ কর্মি অরিন সহ ৫ জনকে আহত করা হয়। অপরদিকে আব্দুল্লাহ আল মামুন জানান, প্রথমে হাজী শরিফ গ্রুপের ছেলেরা তার সমর্থক যুবলীগ কর্মি আল আমিন কে ছুরিকাঘাত সহ ৫ জন কে আহত করে। গুরুতর আহত অবস্থায় আল আমিন কে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় তার কর্মিরা পাল্টা হামলা চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।