পাবনায় বেতনের ধাপ বৃদ্ধির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনের ধাপ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পাবনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের আব্দুল হামিদ রোডে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম মিঠু, সাঈদ-উল-ইসলাম, মারুফ হায়দার, জহুরা নাসরিন, আ. মালেক, মঞ্জুরুল হক বিপ্লব, মজিবর রহমান, লুৎফর বারী, মাহফুজুর খানম, আরিফুল ইসলাম, সানোয়ারা, শফিকুল ইসলাম, মির্জা জহুরুল ইসলাম, জুয়েল রানা, জাহিদুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের অভ্যান্তরে কোন স্তরবিন্যাস রাখেননি। কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ১০ম পে-স্কেলে/গ্রেডে বেতন পেলেও সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম পে-স্কেলে/গ্রেডে। অবিলম্বে প্রধান শিক্ষকদের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করার আহ্বান জানান।
এছাড়াও বক্তাগণ সহকারী শিক্ষকদের পদ বাতিল, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, সহকারী শিক্ষক ছাড়া প্রাথমিকের সরাসরি নিয়োগ বাতিল, ডিপিএড/সিইনএড/বিএড প্রশিক্ষণ প্রাপ্ত স্কিলসহ উন্নত স্কেলে শিক্ষকগণের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে পাবনা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ পাবনা জেলা প্রশাসন কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।