পাবনায় মুত্যুবার্ষিকীর তাবারক খেয়ে একজনের মৃত্যু : অসুস্থ ১৫৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি ৫৩ জন
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় মুত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের তাবারক খেয়ে গত ৭২ ঘন্টায় সুখী আক্তার(১৫) নামের এক ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু ঘটেছে। এ ছাড়া এ পর্যন্ত ১৫৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এর মধ্যে ৫৩ জন নারী, পুরুষ ও শিশু সহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিথী নামের এক রোগীর অবস্থা আশংকা জনক হওয়াতে আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ছাড়া ১০৫ জনকে স্থানীয় সদর থানার বলরামপুর গ্রামে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আজ সকালে জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট এর ৫ সদস্যর একটি দল অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে যান এবং পরে ঘটনাস্থলে মহামারি অসুস্থতার রহস্য উদঘাটনে কাজ করছেন।
জানাগেছে, গত ৭ জুলাই পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে শহিদ সরদারের বাবা মৃত ইবাদ আলী সরদারের মুত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের তাবারক খেয়ে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী সুখী সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের সেলিম শেখের মেয়ে ও শহরের আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা ডা ঃ এস এম মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১৫৮ জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। তার মাধ্যে ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিথী নামের ১ জনের অবস্থা আশংকা জনক হওয়াতে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
ঢাকা থেকে আসা জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট এর ৫ সদস্যর প্রতিনিধি দলের অন্যতম ডা ঃ ফেরদ্দৌস জানান, আমরা তত্ত্ব পেয়েই ঢাকা থেকে রাতে এসে পৌচ্ছেছি। প্রথমে হাসপাতালে রোগীদের দেখতে গেছি। এর পর আজ সকাল থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা আসলে ঘটনার উৎস্য রহস্য উদঘাটনের কাজ করছি। আমাদের কাজ চলমান রয়েছে।