পাবনা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা শ্রী শ্রী নৃসিংহদেব বিগ্রহ মন্দিরের ব্যাবস্থাপনায় জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির পাবনা জেলা শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি রোটারিয়ান শ্রী প্রভাষ চন্দ্র ভদ্র। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, জেলা পূজা উদযাপন পরিদের সহ সভাপতি শ্রী কৃষ্ণকুমার সান্যাল, সাধারণ সম্পাদক শ্রী বাদল কুমার ঘোষ, সদর উপজেলা সাধারণ সম্পাদক শ্রী কমল চন্দ্র দাস, পৌর সভাপতি শ্রী বলাই চন্দ্র সাহা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী নৃসিংহদে বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী জয়েন্ত রায় জয়, শ্রীমতি অজ্ঞনা দত্ত, শ্রীমতি লামা রায়, শ্রী সুবাস সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী নিমাই সাহা, নিতাই সরকার, শ্রী সমীরন বসাক প্রমুখ।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।