পাবনা জেনারেল হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি; বাড়ছে রোগীর সংখ্যা
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহ ধরে পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসা রত রোগীরা বলছেন, ঢাকা থেকে ফেরার পরপরই অনেকে জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের সরনাপন্ন হলে তাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু সংক্রমনের অস্তিত্ব মিলেছে। ডেঙ্গু আক্রান্ত ভর্তিরতদের মধ্যে, ছাত্র,পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং গামেন্টর্স কর্মি রয়েছেন। তাদের সবার বাড়ি পাবনা জেলায়। তার মধ্যে, ঈশ্বরদীর দাশুড়িয়ার দেওয়ান দিকসাইল গ্রামের ফরিদ আলী,পাবনা সদর উপজেলা খয়েরসুতির আরিফুজ্জামান,দোগাছি এলাকার আরিফ সেখ, চর ঘোষপুরের চাঁদপুর গ্রামের মিজান প্রামানিক, টেবুনিয়া এলাকার আনোয়ার হোসেন,পাবনা পৌর সভার শালগাড়িয়া এলাকার ইমন শেখ, বেড়া করমজা এলাকার আজিজুল হক, চাটমোহরের জাবরকোল গ্রামের অন্তর রয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ,ডাঃ মোঃ নাজমুল ইসলাম,জানান, গত এক সপ্তাহ যাবত পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১০ জন রোগী ঢাকায় অবস্থান কালে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়েছেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে ২ জন রোগীকে আমারা পেয়েছি। এ ছাড়া আউট ডোরে রোগীর মধ্যে বেশ কিছু আক্রান্ত রোগী আমরা পেয়েছি। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছি। তাতে করে ১৫ /১৬ জন রোগী। এ রোগে আক্রান্তকারীদের ভয় বা আতঙ্কের কোন কারণ নেই। সময় মত চিকিৎসাসেবা গ্রহণ করলে সুস্থ হতে পারেন।