পাবনা জেলা যুবলীগের সদস্য হলেন সোহানুর রহমান সোহান
আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হয়েছেন সোহানুর রহমান সোহান। তিনি মালিগাছা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
সোহানুর রহমান সোহান যুবলীগ পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হওয়ায়, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, যুবলীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিকসহ সকল নেতা-কর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সোহানুর রহমান সোহান বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যুবলীগের নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি।
নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, হৃদয়ে পাবনার আহ্বায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আকাশ নিউজ ২৪ ডটকম’র উপদেস্টা ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান, পথ সাহিত্য সংসদের আসাদুর রহমান শফিক প্রমূখ।