পাবনা বইমেলার ১২তম দিন বইপড়া নিয়ে বিভিন্ন পেশার নারীদের সাথে আলোচনা

স্টাফ রিপোর্টার, পাবনা  ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা বইমেলার ১২তম দিনে বিভিন্ন পেশার নারীদের সাথে বইপড়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বইমেলা মঞ্চে আলোচনায় অংশ গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আখতার, গৃহিনী রতœা পারভীন, অধ্যাপিকা নীহার আফরোজ জলি, গৃহিনী দিলরুবা খোন্দকার, সমাজকর্মী আনোয়ারা খাতুন, গৃহিনী আফরোজা ইয়াসমিন, অধ্যাপিকা পারভীন আরা, গৃহিনী পিয়া আমিন, শিক্ষক জহুরা আখতার নাসরিন, গৃহিনী দিপ্তী সাহা, শিক্ষিকা সুলতানা রাহিয়া, গৃহিনী স্বপ্না পাল, গৃহবধু ইমা ইসলাম স্বর্ণা, গ্রহবধু শবনব মুস্তারী ও সমাজকর্মী পূর্ণিমা ইসিলাম।
আলোচকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব সাংবাদিক আব্দুল মতীন খান। উপস্থাপনা করেন এ্যাড: মুসকেফা জাহান কণিকা ও ড. হাবিবুল্লাহ।
এছাড়া মেলা মঞ্চে শিশু একাডেমির সঙ্গীত ও নৃত্য, পাবনা পুলিশ সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গীত ও আতাইকুল সৃজন থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়।

Screenshot_2
পাবনা বইমেলার ১২তম দিনে বইপড়া নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশার নারীরা। তাদের অভিনন্দন জানান সাংবাদিক আব্দুল মতীন খান।

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!