পাবনা বইমেলার ৭ম দিন: বইপড়া নিয়ে সফল চাষীদের আলোচনা
স্টাফ রিপোর্টার, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাসব্যাপী বইমেলার ৭ম দিনে বইপড়া নিয়ে সফল চাষী ও কৃষিতে বিশেষ অবদানকারীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে শেষ হলো অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শণী।
আলোচনায় অংশ নেন, জাতীয় বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার প্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা (পেঁপেঁ বাদশা) ও বিপ্লব কুমার সেন, প্রগতিশীল কৃষক আব্দুল লতিফ ও কৃষি রিপোর্টার আমিনুল ইসলাম জুয়েল। তারা বলেন কৃষির উপর অনেক বই হয়েছে কিন্ত গবেষণাধর্মী আরো বেশী বেশী বই প্রকাশ হওয়া দরকার।
নির্ধারিত আলোচনা শেষে আলোচকদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন কৃষিবীদ অধ্যাপক জাফর সাদেক। সভায় সঞ্চালনা করেন এ্যাড: মোসফেকা জাহান কনিকা ও ড. হাবিবুল্লাহ।
মেলা মঞ্চে ৭ম দিনে দ্বীপ চৌধুরী ও সুচিঞ্চিমিতা ঘোষের একক সঙ্গীত, সোনার বাংলা মা একাডেমির নৃত্য, আফা ইনিস্টিটিউটের সঙ্গীত ও নৃত্য, রং বেরং শিল্পী গোষ্ঠীর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।