পশ্চিমবঙ্গের জেল ভেঙে পালালো ৩ বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগার থেকে পালিয়েছে তিন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দি। গতকাল রোববার দুপুরে কারাগারের নর্দমার লোহার শিকের ঢাকনা ভেঙে পালায় বন্দিরা। তারা হলেন- অব্দুল রসিদ (২৮), আব্দুল মাজিদ, ৪০ ও আসরাফুল আলম (১৮)।
সংশোধনাগার সূত্রে খবর, বিভিন্ন সময় বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক হওয়া এই তিন বন্দির প্রত্যেকের দুই বছরের সাজা হয়েছিল। রোববার বিকালে বন্দিদের সংখ্যা গণনার সময় বিষয়টি কারাগার কর্তৃপক্ষের নজরে আসার পরই তারা নড়েচড়ে বসে। পলাতক বন্দিদের খোঁজে শুরু হয় অভিযান। এরপর কারাগার এলাকা থেকে বেশ কিছু দূরে সুকটাবাড়ি বাজার থেকে আব্দুল রসিদকে ফের আটক করে পুলিশ। যদিও এখনো পলাতক অপর দুই বন্দি।
ঘটনায় কারাগারের পরিদর্শক খোকন মিয়াঁ জানান, পুরো ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হবে। এই বিষয়ে কারাগার কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।