জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা গেছেন প্রথম বর্ষের ছাত্র জনি নূর
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে ডুবে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র জনি নূর। তিনি ফজলুল হক হলের ছাত্র।
নিহত জনির বন্ধু মশিউর জানান, আজ সকালে জনিসহ তিনি পুকুরে গোসল করতে যান। গোসল করতে নেমে পুকুর সাঁতরে পার হতে চান জনি। সাঁতরে মাঝ পুকুরে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে বাঁচার জন্য তিনি সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন।
মশিউরের নিজের অবস্থা ভালো ছিল না বলে তিনি বন্ধুকে বাঁচাতে যেতে পারেননি। পুকুরের আশপাশে অনেকে দাঁড়িয়ে থাকলেও প্রাথমিক অবস্থায় তাকে কেউ উদ্ধারে যায়নি। পরে হলের ছাত্ররা পুকুরে নেমে তাকে খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জহুরুল হক হলের প্রভোস্ট দেলোয়ার হোসেন বলেন, ‘পানিতে সাঁতার কাটতে নেমে নিজের ভারসাম্য রক্ষা করতে না পারায় জনির মুত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’