লিওয়াজা আক্তার এর কবিতা- প্রতিবাদ

 

 

প্রতিবাদ
———–লিওয়াজা আক্তার

এতদিন শুনেছি ছিনতাইয়ের নাম এখানে ওখানে ঘটে
ভাবতেই পারিনি কোনদিন সেটা জীবনে এসে যাবে
কত কিছুরই যে আন্দোলন হয় এদেশে; আবার থেমেও
যায় একটা সময়ে, গরম খবরেই কেবল পাবলিক থাকে
উত্তাপে; খবরের কাগজ কিম্বা টং চায়ের দোকানে, এক
একজন তখন বক্তা হয়ে যায় যার যার নিজস্ব গলার সর্ব
শক্তি দিয়ে; তারপর চা ফুরালে বক্তৃতাও যায় থেমে একটু
আগেই সামনে মাইক পেলে যে পারত ফেলতে মাইকটাই
ফাটিয়ে, নীরবে আস্তে আস্তে সে অফিস বাসা কিম্বা নিজ
কর্মস্থল খোঁজে, সরকারি চাকুরী সে করে এত প্রতিবাদী
হলে কি করে চলবে; সব সরকার, সব দেশ, সব সময়
সবই যে সরকারি চাকুরীজীবীদের; একটাই চিন্তা তাদের
যে সরকারই ক্ষমতায় আসুক বেতনটা যেন দেয় বাড়িয়ে
বোবার কোন শত্রু নেই, তারাই বরং রিস্কহীন ঘুরতে
পারে স্বাধীন ভাবে; কেউ কেউ কিছু কিছু সময় প্রতিবাদ
করে ওঠে আত্মার তাগিদে কিন্তু আত্মা নিয়ে আর কতক্ষণ
থাকা যায় বসে; ছুটতে হয় আবারো তাঁকে পেটের সন্ধানে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!