ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা- প্রতিবাদের ভাষা ধন্যরাম
প্রতিবাদের ভাষা ধন্যরাম
———–ভূপেন্দ্র নাথ রায়
ধন্য ধন্য ধন্যরাম,
জীবন দিয়ে করেছো প্রমাণ,
নরপশুর অসভ্য সমাজে,
সমুন্নত করে মায়ের সম্মান।তুচ্ছ করে জগতের মোহে,
থেমে থাকেনি তোমার প্রতিবাদ,
মাতৃঋণ পুষিয়ে দিয়েছো,
রেখোনি এতটুকু খাঁদ।
জীবন দিয়ে করেছো প্রমাণ,
নরপশুর অসভ্য সমাজে,
সমুন্নত করে মায়ের সম্মান।তুচ্ছ করে জগতের মোহে,
থেমে থাকেনি তোমার প্রতিবাদ,
মাতৃঋণ পুষিয়ে দিয়েছো,
রেখোনি এতটুকু খাঁদ।
দুখিনি মায়ের হাহাকারে,
বাতাস ভারী হয়ে আসে,
নরশুর আগমন বানী হুঙ্কারে
এ যেন একাত্তরের স্মৃতি ভাসে।
বাতাস ভারী হয়ে আসে,
নরশুর আগমন বানী হুঙ্কারে
এ যেন একাত্তরের স্মৃতি ভাসে।
হতভাগী মা,
কখনো কী বলেছে ঋণ শুধিতে,
নাহ! নিজের স্বত্তা জাগ্রত করে,
জীবন দিলে নর পশুর কালোহাতে।
কখনো কী বলেছে ঋণ শুধিতে,
নাহ! নিজের স্বত্তা জাগ্রত করে,
জীবন দিলে নর পশুর কালোহাতে।
মরিয়া বেঁচে গেলে,
বাঁচালে মায়ের সম্মান,
স্রষ্টার গড়া অটুট বন্ধনে,
তোমার নাম রবে অম্লান।
বাঁচালে মায়ের সম্মান,
স্রষ্টার গড়া অটুট বন্ধনে,
তোমার নাম রবে অম্লান।
ধিক্ নরপশু,
কাঁচা মাংস খাওয়া সমাজকে,
ধিক্ নিরব দর্শক,
ধিক্ ঘুনে ধরা বিবেকে।
কাঁচা মাংস খাওয়া সমাজকে,
ধিক্ নিরব দর্শক,
ধিক্ ঘুনে ধরা বিবেকে।
তোমার নি:শব্দ প্রতিবাদ,
আর মহামূল্য এ আহুতি,
মায়ের স্মৃতিতে অম্লান রবে,
গাঁথিবে শোক গীতি।
আর মহামূল্য এ আহুতি,
মায়ের স্মৃতিতে অম্লান রবে,
গাঁথিবে শোক গীতি।