টাঙ্গাইল জেলা যুব সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
ঢাকা, ৩০ অক্টোবর ২০১৫ঃ শুক্রবার বিকালে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজম্যান্ট (বিআইএম) ধানমন্ডি, তে টাঙ্গাইল জেলা যুব সমিতির ১০ বছর পদার্পণ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতা, আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক পূর্ত সচিব ড. শওকত হোসেন বলেন, একটা সামাজিক সংগঠনের ৯ বছর পার করে ১০ বছরে পদার্পণ করাই হলো বড় রকমের অর্জন। টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা’র সভাপতি জনাব শফি মাহমুদ মুকুল চৌধুরী ও সমিতির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতার ব্যাপারে উচ্ছাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান করলে সম্পৃক্ত থাকার ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা যুব সমিতি, ঢাকা’র ১০ বছর পদার্পন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন শফি মাহমুদ মুকুল চৌধুরী, উদ্বোধন করেন মোঃ নজরুল ইসলাম।
সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুব এইচ শাহীন, এস আই আব্দুল মোত্তালেব, মাসুদুল করিম, মোঃ সাইফুল ইসলাম (সবুজ), ইন্জিঃ সোহেল রানা স্বপন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, শাহ আলম সৈকত।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন অ্যাড.আজিজুর রহমান, সুপার স্টার গ্রুপের এজিএম ইন্জি: রেজাউল ইসলাম মিনার, ওয়ালটনের সিনিয়র সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, নাসিবের শরিফুল ইসলাম শরীফ, মির্জাপুর উপজেলা সমিতির সাবেক সাধারন সম্পাদক ইন্জি: খলিলুর রহমান, বিআইএম এর কর্মকর্তা তানভীর হোসেন প্রমুখ।
চিত্রাঙ্গন প্রতিযোগীতার বিচারক ছিলেন শামীম আকন্দ ও দিনা আকন্দ।
টাঙ্গাইল জেলা যুব সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ৩০ অক্টোবর অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরনীর কিছু ছবি।