প্রথমদিনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রথম ধাপে দলটি বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই বিভাগ তিনটির বাইরের কয়েকটি জেলার প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে দলটি।
সোমবার (২৬ নভেম্বর) কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া ও ফেনীর তিনটি আসনে মনোনয়নের চিঠি দেওয়ার মধ্যে দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করে দলটি।
খালেদা জিয়া এবার ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। মনোনয়ন ফরমে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকালে গুলশান কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণের এ কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (২৭ নভেম্বর) সারাদিন চিঠি দেওয়ার কাজ চলবে বলে গুলশান অফিস সূত্রে জানা যায়।
প্রথম দিনে বিএনপির মনোনয়ন পেয়েছেন—
বরগুনা-১: মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা।
বরগুনা-২: নুরুল ইসলাম মনি।
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, সুরাইয়া আখতার চৌধুরী।
পটুয়াখালী-২: শহীদুল আলম তালুকদার, সালমা আলম।
পটুয়াখালী-৩: হাসান মামুন, মো. শাহজাহান।
পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির।
ভোলা-১: এই আসনের নীচে লেখা রয়েছে পার্থ। তিনি বিজেপির চেয়ারম্যান। এছাড়াও এই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর ও হায়দার লেলিনের নাম রয়েছে। যদিও এই আসনে কারো নাম ঘোষণা করা হয়নি।
ভোলা-২: হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মমিন।
ভোলা-৩: হাফিজউদ্দিন আহমেদ, মো: কামাল হোসেন।
ভোলা-৪: নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম নয়ন।
বরিশাল-১: জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান।
বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল।
বরিশাল-৩: জয়নুল আবেদীন, সেলিমা রহমান।
বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান।
বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার, এবায়েদুল হক চাঁন।
বরিশাল-৬: আবুল হোসেন খান, মো: রশিদ খান।
ঝালকাঠি-১: শাহজাহান ওমর।
ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান।
পিরোজপুর-১: ব্যারিস্টার সরোয়ার হোসেন।
পিরোজপুর-২: জাতীয় পার্টি (জেপি), এটি ঘোষণা করা হয়নি।
পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল, শাহজাহান মিয়া।
পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির, তৌহিদুল ইসলাম।
পঞ্চগড়-২: ফরহাদ হোসেন আজাদ ও নাদিয়া আক্তার।
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-২: মোহাম্মদ আব্দুস সালাম, মো: জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা।
ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান, জিয়াউল ইসলাম জিয়া।
দিনাজপুর-১:মনজুরুল ইসলাম ও মামুনুর রশিদ চৌধুরী।
দিনাজপুর-২: সাদিক রিয়াজ, মঞ্জুরুল ইসলাম।
দিনাজপুর-৩: জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন দুলাল।
দিনাজপুর-৪: মো. আক্তারুজ্জামান, হাফিজুর রহমান সরকার।
দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক, এসএস জাকারিয়া বাচ্চু।
দিনাজপুর-৬: মো. লুৎফর রহমান, অধ্যাপক মো. শাহিনুল ইসলাম শাহিন।
নীলফামারি-১: রফিকুল ইসলাম, ন্যান্সি আহমেদ কবির।
নীলফামারি-২: মো. শামসুজ্জামান (জামান), অ্যাডভোকেট কাজি আকতারুজ্জামান।
নীলফামারি-৩: ফাহমিদ ফয়সাল চৌধুরী।
নীলফামারি-৪: বেবি নাজনিন, আমজাদ হোসেন।
রংপুর-১ : কামরুজ্জামান বাবু, মোশাররফ হোসেন সুজন।
রংপুর-২: মোহম্মাদ আলী সরকার, ওয়াহিদুজ্জামান মামুন, মোজাফফর আলী।
রংপুর-৩: রিটা রহমান (পিপিবি), মোজাফর আহমদ।
রংপুর-৪: আমিনুল ইসলাম রাঙ্গা, খলিলুর রহমান, এমদাদুল হক ভরসা।
রংপুর-৫: সোলায়মান আলম, ডা. মমতাজ।
রংপুর-৬: সাইফুল ইসলাম।
কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা, শামীমা রহমান আকন্দ।
কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ, আবু বকর সিদ্দিক।
কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম, আবদুল খালেক।
কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান, মোখলেছুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ-১: মো. শাহজাহান মিয়া, বেলাল বাকী,
চাঁপাইনবাবগঞ্জ-২: আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ, হারুনুর রশীদ।
রাজশাহী-১: আমিনুল হক, আতা হক।
রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, সাহিদ হাসান।
রাজশাহী-৩: শফিকুল হক মিলন, মতিউর রহমান মন্টু।
রাজশাহী-৪: আবু হেনা, মো. আবদুল গফুর।
রাজশাহী-৫: নাদিম মোস্তফা, নজরুল ইসলাম।
রাজশাহী-৬: আবু সাঈদ চাঁন, নুরুজ্জামান খান মানিক।
নওগাঁ-১: সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা।
নওগাঁ-২: শামসুজ্জামান খান, খাজা নজিবুল্লাহ চৌধুরী।
নওগাঁ-৩: রবিউল আলম বুলেট, পারভেজ আরেফীন সিদ্দিকী জনি।
নওগাঁ-৪: শামসুল আলম প্রামানিক, একরামুল বারী টিটো।
নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নজমুল হক মনি।
নওগাঁ-৬: আলমগীর কবির, শেখ রেজাউল ইসলাম।
নাটোর-১: কামরুন নাহার শিরিন, তাইফুল ইসলাম টিপু।
নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবিনা ইয়াসমিন ছবি।
নাটোর-৩: মো. দাউদার মাহমুদ, অধ্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু।
নাটোর-৪: আব্দুল আজিজ, মোজাম্মেল হক।
লালমনিরহাট-১: মোশাররফ হোসেন, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
লালমরিহাট-৩: আসাদুল হাবিব দুলু।
সিরাজগঞ্জ-১: রুমান মোর্শেদ কনক চাপা, মো. নাজমুল হাসান।
সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু, রুমানা মাহমুদ।
সিরাজগঞ্জ-৩: আব্দুল মান্নান তালুকদার, আয়নুল হক।
সিরাজগঞ্জ-৪: (জামায়াত) রেজাউল রহমান ও শামসুল আলম।
সিরাজগঞ্জ-৫: রকিবুল করিম খান, আমিরুল ইসলাম খান আলিম।
সিরাজগঞ্জ-৬: কামরুজ্জামান এহিয়া খান মজলিস, এম এ মুহিত।
পাবনা-১: সালাউদ্দিন খান পিপিএম।
পাবনা-২: একে এম সেলিম রেজা হাবীব , হাসান জাফির তুহিন।
পাবনা-৩: কে এম আনোয়ারুল, হাসাদুল ইসলাম হীরা।
পাবনা-৪: হাবিবুর রহমান হাবীব, সিরাজুল ইসলাম।
বগুড়া-১: মো. শোকরানা, কাজী রফিকুল ইসলাম।
বগুড়া-২: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা (নাগরিক ঐক্যের আহ্বায়ক) মাহমুদুর রহমান মান্না, বিএনপির শাহে আলম।
বগুড়া-৩: আব্দুল মমিন তালুকদার, মাসুদা মোমিন।
বগুড়া-৪: মো. মোশারফ হোসেন, জিয়াউল হক মোল্লা। ব
গুড়া-৫: গোলাম মো. সিরাজ, জানে আলম খোকা।
বগুড়া-৬: বেগম খালেদা জিয়া, মো. রেজাউল করিম, অ্যাডভোকেট একে এম
বগুড়া-৭: বেগম খালেদা জিয়া, মোর্শেদ মিলটন।
নোয়াখালী-১: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মামুনুর রশিদ।
নোয়াখালী-২: জয়নাল আবদীন ফারুক, কাজী মো. মফিদুর।
নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু, কাজী মাজহারুল ইসলাম।
নোয়াখালী-৪: শাহিনূর বেগম।
নোয়াখালী-৫: মওদুদ আহমদ।
নোয়াখালী-৬: ফজলুল আজিম।
কবক্সবাজার-১: হাসিনা আহমেদ ।
কক্সবাজার-৩: লুৎফর রহমান কাজল।
কক্সবাজার-৪: মো. সালাহ উদ্দিন, শাহজাহান চৌধুরী।
রাঙ্গামাটি: দীপেন দেওয়ান ও মনি স্বপন দেওয়ান।
বান্দরবন: সাচিন ক্রু জেরি, উম্মে কুলসুম সুলতানা।
খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভূইয়া।
গাইবান্দা-১: খন্দকার আহাদ আহমেদ, মাহমুদুন্নবী টিটুল।
গাইবান্দা-২: এই আসনের নীচে লেখা আছে আব্দুর রশিদ সরকার যোগদান করতে পারেন।
গাইবান্দা-৩: ডা: মঈনুল হাসান সাদিক, মিসেস রওশনারা খাতুন।
গাইবান্দা-৪: ফারুক কবির আহমেদ, মো. ওবায়দুর হক সরকার।