“প্রথম আলোয়” মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রথম আলো পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে ঘাটাইলের সর্বস্তরের জনগন ৷ কয়েক দিন আগে ঘাটাইলের সাবেক সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো ৷ প্রথম আলোর সেই প্রতিবেদন সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়ে গত ১৭ই নভেম্বর (রবিবার) বিকাল ৩টায় ঢাকা ময়মনসিংহ রোডে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ মানববন্ধনে হাজার হাজার মানুষ যোগ দেন ৷
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস-চেয়ারম্যান শিল্পী, দিগলকান্দী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, দিগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুলাহ মামুন, আনেহলা ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার শাজাহান, জামুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম,রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক সরকার, টাঙ্গাইল সদর সাবেক ভাইস চেয়ারম্যান ও শ্রমিক নেতা আব্বাস আলী, প্রমুখ ৷, বক্তারা প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদটি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের বিতর্কিত করে ঘায়েল করার অপচেষ্টা বলে দাবি করেন তারা| পরে সংবাদ সম্মেলন করে প্রথম আলো পত্রিকা বর্জনের ঘোষনা দেন। এসময় আরও উপস্থিত ছিল ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সর্বস্তরের জনগন ৷