এম এস ইসলাম আকাশ এর কবিতা – প্রথম যৌবনের প্রথম ভালবাসা
প্রথম যৌবনের প্রথম ভালবাসা
—————————– এম এস ইসলাম আকাশ
অনেক অনেক দিন পর
বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া সেই মুখ
অন্ধকারের পথ ধরে সন্ত্রপনে এল
যার জন্য সহশ্র রজনী থেকেছি উন্মুখ।
কিন্তু প্রথম যৌবনের প্রথম ভালবাসা
নানী থেকে নায়না
ফুটবল থেকে কানামাছি
কারনে অকারনে নানাবিধ বায়না।
কাদা মাটিতে লুটোপুটি
উপেক্ষা মায়ের ভ্রুকুটি,
শাসন স্নেহ প্রসন্ন প্রশ্রয়
ভালবাসা সন্মান সাথে ভয়।
এদো পুকুর নদী নালা খাল বিল
সাঁতরে বেড়ানো স্বপ্ন লাল নীল,
কাঁটা ঘুড়ির পেছনে দৌড়ানোর ক্ষণ
বুকের গহীনে তোলে তীব্র আলোড়ন।
এসেছিল কাল রাতে
এক ঝাঁক ভাল লাগা ছিল সাথে,
ছিল হারানো দিনের বর্নিল ছোঁয়া
অবারিত স্বপ্নের নীল চাঁদোয়া।