প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সুজানগরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ড. মজিবুর রহমানের ব্যাপক গণ সংযোগ
সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জাতিসংঘ সফরে দু’টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়ে দেশে ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল পাবনার সুজানগরে ১শ’মাইক্রোবাস, ৫শটি’মটর সাইকেল এবং ১শ’টি সিএনজি বহর নিয়ে আনন্দ র্যালী সহ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ট্যারিপ কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব এবং সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ড. মজিবুর রহমানের নেতৃত্বে পাবনা ২ আসনের (সুজানগর-বেড়া আংশিক) নির্বাচনী এলাকায় এই আনন্দ র্যালী সহ ব্যাপক গণ সংযোগ করেন।
রোববার সকাল ১০ টায় পাবনার কাশিনাথপুর মোড় থেকে শুরু করে পাবনা এলাকার সাতবাড়ীয়া, বনকোলা, রায়পুর, নাজিরগঞ্জ, কামালপুর, সাগরকান্দি, রানী নগর, আমিনপুর, বাধেঁর হাট ও কাশিনাথপুর পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকটি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যদেন তিনি। বক্তব্যয় দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. মজিবুর রহমান বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণকে দলমতের উর্দ্ধে বিবেচনা করে নৌকা প্রতীকে জয় নিশ্চিত করতে হবে।
এ জন্য তিনি জননেত্রী শেখ হাসিনার অর্জন, উন্নয়ন ও সাফল্য বার্তা ঘরে ঘরে পৌছে দিতে দলীয় নেতা কর্মিদের প্রতি আহবান জানান।
পরে সুজানগর উপজেলার বিভিন্ন অঞ্চল গাড়ী বহর প্রদক্ষিণ শেষে কাশিনাথপুর মোড়ে গিয়ে দিন ব্যাপি এ গণ সংযোগ কর্মসুচি সম্পন্ন করা হয়। এ সময় তার সাথে ছিলেন, সুজানগরের আহম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান শহীদ, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও দুলাই ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাদশা, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রশিদ,সুজানগর উপজেলা আওয়ামীলীগের সদস্য শওকত হোসেন, আবুল হোসেন, রুপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরু মোল্লা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন খান ও সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার প্রমুখ।