প্রধান বিচারপতির বাড়িতে আইনজীবী নেতারা
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদের কাছে এক মাসের ছুটি চেয়ে আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আবেদনের বিষয়টি জানার পরই প্রধান বিচারপতির বাড়িতে হাজির হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নেতারা।
সোমবার বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে কয়েকজন আইনজীবী নেতা এসে উপস্থিত হন।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন বলে প্রাথমিকভাবে সাংবাদিকদের জানান আইনজীবী নেতারা। তবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর বিস্তারিত জানানো হবে বলেও তারা মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ। সমিতির সভাপতি ও সম্পাদক দু’জনই বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।