গোপালপুরে জঙ্গীবাদ বিরোধী প্রশিক্ষণ কর্মশালা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের দৃঢ ভিত্তি ও জঙ্গীবাদকে না বলি, ফুলের মত জীবন গড়ি প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে জঙ্গীবাদ বিরোধী প্রচারণাসহ জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালপুর কলেজ অডিটোরিয়ামে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের জনপ্রতিনিধীদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা।
গোপালপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আহম্মদ আলী, থানা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তর টাঙ্গাইল এর উপ পরিচালক আজিজুর রহমান তালুকদার, গোপালপুর কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, উপাধাক্ষ্য মানিকুজ্জামান (মানিক), সহকারি অধ্যাপক আ. মান্নান, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক শামছুল হক ও কলেজের অধ্যয়নরত ছাত্র তারিকুল ইসলাম প্রমূখ।