প্রশ্ন অতঃপর প্রশ্ন
প্রশ্ন অতঃপর প্রশ্ন
শাহিন মামুন
হে প্রভু তুমি বল?
আমরা বাংলাদেশের বাঙ্গালিরা
এক বাংলাদেশের মানুষ হবো কবে
রাজনৈতিক ভেদাভেদ আর
ধর্ম-বর্ণ অতঃপর গোত্রের তফাৎ ভুলে?
হে প্রভু তুমি বল?
স্বাধীনতা পেয়েছি সে তো ৪৭ বছর হলো
পারিনি আজও কেন বাংলাদেশের
বাঙ্গালি জাতির জন্য মহান স্বাধীনতার
একজন ঘোষক মুজিব কিংবা জিয়াকে ঠিক করতে?
স্বাধীনতা পেয়েছি সে তো ৪৭ বছর হলো
পারিনি আজও কেন বাংলাদেশের
বাঙ্গালি জাতির জন্য একটি জাতীয়তা
বাঙ্গালি কিংবা বাংলাদেশী ঠিক করতে?
স্বাধীনতা পেয়েছি সে তো ৪৭ বছর হলো
পারিনি আজও কেন বাংলাদেশের
বাঙ্গালি জাতির জন্য একটি জাতীয় স্লোগান
জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ ঠিক করতে?
স্বাধীনতা পেয়েছি সে তো ৪৭ বছর হলো
পারিনি আজও কেন বাংলাদেশের
ষোলকোটি বাঙ্গালি মানুষকে এক বাংলাদেশী জাতি করতে?
হে প্রভু তুমি বল?
কবে পাবে বাংলাদেশের ষোলকোটি বাঙ্গালি মানুষ
তাদের মহান স্বাধীনতার একজন মাত্র ঘোষক
মুজিব কিংবা জিয়াকে?
কবে পাবে বাংলাদেশের ষোলকোটি বাঙ্গালি মানুষ
তাদের একটি মাত্র জাতীয়তা
বাঙ্গালি কিংবা বাংলাদেশীকে?
কবে পাবে বাংলাদেশের ষোলকোটি বাঙ্গালি মানুষ
তাদের একটি মাত্র জাতীয় স্লোগান
জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদকে?
কবে পাবে বাংলাদেশের ষোলকোটি বাঙ্গালি মানুষ
রাজনৈতিক ভেদাভেদ, ধর্ম-বর্ণ আর
গোত্রের তফাৎ ভুলে এক বাংলাদেশী হতে?
অতঃপর! আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়
বুকভরা ব্যাথা নিয়ে বলি-
হে প্রভু! বাংলাদেশের বাঙ্গালিকে তুমি শুধু
বাঙ্গালিই করে রেখেছো, মানুষ করোনি কভু?
যদি বাংলাদেশের বাঙ্গালিরা মানুষই হতো
তবে কেন তারা আজও রাজনৈতিক দ্বন্দ
ধর্ম-বর্ণ আর গোত্রের ভেদাভেদ ভুলে
এক বাংলাদেশী হতে পারেনি?
তবে কেন তারা আজও পারেনি নিজেদের
একজন মাত্র স্বাধীনতার ঘোষক, একটি জাতীয়তা
অতঃপর একটি জাতীয় স্লোগান বুকে ধারণ করতে?
হে প্রভু তুমি বল?
আমরা বাংলাদেশের বাঙ্গালিরা
এক বাংলাদেশের মানুষ হবো কবে
রাজনৈতিক ভেদাভেদ আর
ধর্ম-বর্ণ অতঃপর গোত্রের তফাৎ ভুলে?