বালিয়াহালট মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনার বালিয়াহালটে তরুণ সংঘের আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিয়াহালট ঈদগাঁ মাঠে তরুণ ও প্রবীণদের মাঝে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অসংখ্য দর্শকের উপস্থিতিতে খেলায় তরুণ দল প্রবীণদের দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন।
এসময় আব্দুল হান্নান মেম্বার, কাউন্সিলর সাবরিনা আক্তার শাহানা, শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার বিশ^াস, আবুল কালাম, একতা মাইকের পরিচালক আফসার হোসেন, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশসহ জলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন আলামিন হোসেন এবং ধারা বর্ণনা দেন ছাত্রলীগ নেতা বিপ্লব।