শাহিন মামুন এর কবিতা- প্রেরণায় নারী

প্রেরণায় নারী
শাহিন মামুন

নারী জাতির ললাটে গৌরবের টিকা দিয়ে
সাম্যের কবি নজরুল যথার্থই বলেছেন
তার অমর সৃষ্টি নারী কবিতার মাঝে-
যুগে যুগে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়লক্ষ্মী নারী।
নারী হয়েছে কখনো মা, কখনো বোন,
কখনো বা স্ত্রী রূপে দিয়েছে প্রেরণা বারবার
যুদ্ধের রণাঙ্গনে যাবার।
সেই সাথে দিয়েছে নারী পুরুষের হাতে তুলে
যুদ্ধের অস্ত্রখানী বন্দুক কিংবা তলোয়ার।
নারী হয়েছে কখনো পুরুষের প্রেমের বাণী
তাই তো পুরুষ হয়েছে নারীর প্রেমে
এই ধরনীর বুকে কখনো কবি কিংবা সাহিত্যিক।
অতপর এই ধরনীর বুকেই সৃষ্টি হয়েছে যুগেযুগে
নারীর টানে হাজারো কবি সাহিত্যিকের হাতে
কাব্যের কবিতা, উপন্যাস আর গান।
নারী হয়েছে কখনো পুরুষের চোখের জল
তাই তো পুরুষ গড়েছে নারীর টানে
এই ধরনীর বুকে আগ্রায় মমতাজ মহল।
দেখেছে এই পুথিবী আর পৃথিবীর মানুষ
তাজমহলের বাহিরের পাথরের রূপ, কিন্তু দেখেনি এর ভিতর
অন্তরে তার বসতি মমতাজ নারীর আর বাহিরেতে স¤্রাট শাহজাহান।
নারীই মাতা, নারীই ভগ্নি, নারীই রাজলক্ষ্মী।
নারী দৃষ্টিতেই দেখো তুমি পৃথিবীর রূপ
নারীকে দেখো না কভু হে পুরুষ জাতি বাঁকা আঁখি মিলি।
নারীর গর্ভেই তুমি পুরুষের জন্ম এ কথা তুমি ভুলে যাও কি করে?
দশমাস দশদিন তুমি পুরুষ ছিলে যে তার উদরে!
রক্ত-মাংস খেয়ে খোদার দয়ার মাঝে
এসেছিলে তুমি পুরুষ এই পৃথিবীর বুকে।
তাই………..
আমি কবি গাই সাম্যের গান কবি নজরুলের সাথে
“আমার চক্ষে পুরুষ রমনীর কোনো ভেদাভেদ নাই।
এ বিশ্বের যা কিছু মহান চির কল্যাণকর
অর্ধেক তার গড়িয়াছে নারী আর অর্ধেক তার নর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!