সাইফুল ইসলামের কবিতা-প্রেয়সী প্রিয়া
প্রেয়সী প্রিয়া
এম. সাইফুল ইসলাম
কেদনা মোর প্রেয়সী প্রিয়া
চুপটি করে থাকো,
বলি তোমায় সাবাস তমা
একটি কথা রাখো।
কিনে দেব আলতা শাড়ী
গলায় দেব মতির মালা আনি,
তুমি যদি হও গো আমার
মনরাজ্যের রাণী।
কালো গাইয়ের দুধ দেব
দেব সবরী কলা,
হিরা-মুক্তা ও স্বর্ণ দিয়ে
বানিয়ে দেব থালা।
আরও দেব অনেক কিছু
জানতে কি তুমি চাও?
জানতে চাইলে নীরব থেকে
বলতে আমায় দাও।
পড়িয়ে দেব সোনার নূপুর
আলতা রাঙ্গা পায়ে,
নিয়ে যাবো আমার ঘরে
ময়ূর পঙ্খি নায়ে।
পরিয়ে দেব তোমার গলে
বুকল ফুলের মালা,
সুখে-দুঃখে পাশে থেকে
মেটারো সকল জ্বালা।