ফাঁকা হতে শুরু করেছে ঢাকার সড়কগুলো
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ফাঁকা হতে শুরু করেছে ঢাকার সড়কগুলো। স্বজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আজ মঙ্গলবারও অনেকে ভিড় করেছেন লঞ্চ টার্মিনাল, ট্রেন ও বাসস্টেশনে। ট্রেন, লঞ্চ ও বাসের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। দূরপাল্লার বাসের কারণে শহরের অনেক পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে।
সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ তবে কোনো কোনো লঞ্চ ৪/৫ ঘণ্টা দেরিতে ছাড়ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।
বাসের অপেক্ষায় বসে আছেন ঢাকা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে বেশ কিছু যাত্রী।
কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদেও নেই তিল পরিমান ঠাঁই। তবে অধিকাংশ ট্রেন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেলেও বিকেলের দিকে প্রায় ৪ ঘণ্টা দেরিতে ছেড়ে যায় সিল্ক সিটি।
ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। তৈরি করা হয়েছে তোরণ। কদম ফোয়ারা মোড়ে উড়ছে ঈদ মোবারক লেখা পতাকা।