বিপ্লব ফারুক এর কবিতা- ফুল
ফুল
—বিপ্লব ফারুক
যে ফুল খুঁজেছি আমি যুগ যুগ ধরে
কোথাও পাইনি তাকে। হঠাৎ কি করে —
সে ফুলের দেখা পাবো, পারি না ভাবতে
ইচ্ছে হলো তার ছবি হ্নদয়ে আঁকতে!
পৃথিবীর সেরা ফুল মনে হলো তাকে
সুবাসিত ভালোবাসা খুব কাছে ডাকে।
আমার অবুঝ মন রাখালের মত
বাজায় প্রেমের বাঁশি আজ অবিরত!
সে আমার আজন্মের ভালোবাসা-ফুল
প্রেমের আঙিনাজুড়ে হ্নদয় ব্যাকুল।