খানসামায় দ্বিতীয় পর্যায়ে বেকার যুবক-যুবমহিলাদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু
খানসামা(দিনাজপুর) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামাকে ডিজিটাল উপজেলা ও গরীব, মেধাবী বেকার যুবক এবং যুব মহিলাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ১২ জুন সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজেবুর রহমান উপজেলার ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের নিয়ে উপজেলাস্থ ৩টি ভেন্যুর ডিজিটাল ল্যাবে ছয় ইউনিয়নের শিক্ষার্থীদের প্রশিক্ষণ উদ্বোধন করেছেন। ভেন্যুগুলো হলো আলোকঝাড়ি ও ভেড়ভেড়ী ইউনিয়নের আবেদনকারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খামারপাড়া ও আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ডিগ্রী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এবং ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়নের আবেদনকারীরা কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদের অর্থায়নে প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে ৫২ জন গরীব ও মেধাবী বেকার যুবক এবং যুব মহিলাকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।