পাবনা বইমেলার ১৭তম দিন বই পড়া নিয়ে বিশিষ্ট চিকিৎসকবৃন্দের আলোচনা
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনা বইমেলার ১৭তম দিনে পাবনার বিশিষ্ট চিকিৎসকদের বই পড়া নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক রেজা,পাবনা জেনারেল হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাঃমনোয়ার-উল-আজীজ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ রামদুলাল ভোমিক, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মন্জুরা রহমান, পাবনা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, গাইনী ডাঃ নার্গিস সুলতানা, সহকারী অধ্যাপক, গাইনী ডাঃ শাহীন ফেরদৌস শানু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাফর, জেনারেল হাসপাতালের ডাঃ সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী।
আলোচনা শেষে তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান বইমেলা উদযাপন পরিষদের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এম.সাইদুল হক চুন্নু। এসময় বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬ টায় বই মেলা মঞ্চে বই পড়া নিয়ে আলোচনা সভার সঞ্চালনা করেন এ্যাড. মুসফেকা জাহান কণিকা ও ড. হাবিবুল্লাহ। বইমেলা মঞ্চে ১৭তম দিনে অ্যাড্রেস ব্যান্ড দল সঙ্গীত, ললিত কলা কেন্দ্র ইফা নৃত্য, সামসুল হুদা ডিগ্রি কলেজ নাটক,গৌরীগ্রাম বাউল সংঘ, সাথিয়া বাউল সঙ্গীত পরিবেশন করে।