বইমেলার ৯ম দিন, পাবনার ৮ লেখকের নতুন ৯টি বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় অনুষ্ঠিত মাসব্যাপী বইমেলার ৯ম দিনে বইমেলার মঞ্চে এ জেলার ৮ লেখকের নতুন ৯টি বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। ৯ম দিনেও মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল নানা শ্রেণিপেশার দর্শক ক্রেতাদের সমাগমে। বিভিন্ন স্টলে ছিল দর্শনার্থীদের ভীড়।
বই পড়া নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ছিল নতুন বইগুলোর লেখকদের সাথে আলোচনা। নতুন ৯টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
সন্ধ্যা সাড়ে ৬ টায় বই মেলা মঞ্চে যাদের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, তারা হলেন,
আশরাফ পিন্টুর সু- নির্বাচিত অনুগল্প, বেগম রওশন আখতারের একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর ডায়েরি, পূর্ণিমা ইসলামের বিচ্ছেদের অরণ্য, শফিউল্লাহর নি:শব্দ প্রনয়িনী, আনিস ইবনে ওসমানের কুটুম পাখির গায়ে হলুদ, রাশেদ মাহমুদের অল মাই সন্স ও ইদুর কন্যা, কে এম আবু জাফর খানের একাত্তরের ভোর এবং মোকাররম হোসেনের নদী আর পাহাড়ের দেশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড: মোশফেকা জাহান কণিকা এবং ড. হাবিবুল্লাহ।
মেলায় মহিয়সী সাহিত্য পাঠচক্রের কবিতা ও সঙ্গীত, নৃত্যাঞ্চলের নৃত্য, গ্রাম থিয়েটার গয়েশপুরের নাটক এবং রংবেরং শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করে।