শাহীন চৌধুরী ডলি’র কবিতা- বঞ্চিতের ধূসর শোক
বঞ্চিতের ধূসর শোক
-শাহীন চৌধুরী ডলি
কোন এক বিকেলে
আসবো তোমাদের সবুজ মাঠে
খেলবো পুরানো ইচিং বিচিং খেলা,
যদি অনুমতি না দাও
চলে যাবো ভিন্ন কোথা।
তোমাদের আসনে জায়গা নেই জেনে
আমাকে সমাসীন করবে না জেনে
অভিসম্পাত করবো না একবিন্দু
হা-হুতাশের ধরাবাঁধা গান গাইবো না।
পথ ঘুরবো গাঁয়ের মেঠোপথে
চুমুকে পান করবো সোঁদা মাটির ঘ্রাণ
লিলুয়া বাতাস মাখবো আদুল গতরে
নিশীথে ভরা জোছনা আছড়ে পড়বে
আমার শীতলপাটির শয্যায়।
তোমাদের পাথর অহংকার ডিঙিয়ে
পুকুরের জলে বরশি ফেলবো
মাছের কানকোর মতো রক্তচোখে
তাকালে আমার শান্ত গ্রীবায়
দেখবে,সবুজ আলোয়ানে জড়াচ্ছি
বঞ্চিতের ধূসর শোক।