মোল্লা মোঃ জমির উদ্দিন এর কবিতা-বদমাশ

বদমাশ
-মোল্লা মোঃ জমির উদ্দিন

নাম অনেক আছে কর্মগুনে বদ
এটা বিশেষণ মাত্র, খ্যাতিহীন
কর্দমাক্ত বিশ্রী ঘন্ধযুক্ত শব্দ
কারো নাম নাইবা নিলাম
শুধু গুন ধরেই টানাটানি।

কুখ্যাত পাচারকারী হরিণের
চামড়া হাতির দাঁত বাঘের
চামড়া রপ্তানি, আদম পাচার
মুক্তিপণ আদায়েও বদমাশ!!

অপুরণীয় ক্ষতি, যারা দেশে
ডলার পাঠায় হীরের চেয়ে দামী
তাদের তোমরা বন জংগলে
হত্যা করে ফিরিয়ে দিলে
কংকাল দুই চার খানি।
শুধু এপারে নয় ওপারেও বদমাশ
থাইল্যান্ড মালয়েশিয়ায় মুক্তিপণ
পেয়েও কংকাল করেছে
আমার জ্ঞাতি, ক্ষতিগ্রস্ত
বাঙ্গালী জাতি, হোক সামান্য
যার গেল তারই তো সবই।

কি পরিতাপ!! ইয়াবা যখন বাবা,
কি বলে যে বাবাকে ডাকি!!
বদ নজরে উদীয়মান জাতি,
শকুন দৃস্টি সফল এবার
সংসদেও গিয়েছে দেখি
ইয়াবা কারবারি দু’ চারজন
আছে বুঝতে নেইকো বাকি।

সাজতে পার নবাবজাদা
খুজে দেখ, রক্তে তোমার
রয়েছে নবাবের লাঠিয়াল
কিংবা দড়োয়ান চাপরাশি।

জাতি গড়তে নবাব দিলেন
৬০০ একর জমি,গড়েছে দেখ
দেশসেরা বিদ্যাপীঠ কয়েক খানি,
তোমরাতো চাও সেই জমিতেই
নিজেদের দখলদারী!!
প্রশাসনের কিছু বদমাশ
নিরীহ মানুষেরে পকেটে ভরে
জেলে পাঠায়, এমন
সার্কাস চলছে নিরবধি
আসুন সবাই একবার বলি,
এবার থাম বদমাশ
থাম একবার দেখি !!!”
সফেদ পাঞ্জাবি লম্বা দাড়ি
ভাবেসাবে মৌলানা ভাসানী
সেতো মানুষ তাড়ানো
নৌকার মাল্লা মাঝি
তুমিও তাই করো বুঝি?

ফারাক কোথায় ? নিজের
স্বার্থে খুনখারাবি ধান্দাবাজি,
যুব সমাজের মাথায় দিয়েছ বারি
ওরাও হতে পারত স্বর্ন কিশোর
লেখাপড়া বন্ধ করে হয়েছে
দেশান্তরী!!
হুজুরের ছিল আল্লাহু আর ফুঁ
তোমার শুধু ভণ্ডামি ভাবসাব!!
সাবধান!! হও বদমাশ
আদালতের বিচারে ফাঁসি
খোদার বিচারে দোজখে বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!