রুবিনা পাহলান(হ্নদি রুবি) এর কবিতা – বন্ধু
বন্ধু
—- রুবিনা পাহলান(হ্নদি রুবি)
তুই আমার এমনই একজন
তোর লাগি শুধু কাঁদে আমার মন।
মা বলে, তুই ভাল না!
তোর নাকি চলন বলনও
ঠিক যেন রাস্তার মেয়ের মতন!
তোর দেখা না পেলে একদিন
মন আমার হয় অস্থির।
তোর দরজায় যাওয়া বন্ধ
এ আমার মায়ের দেয়া
কড়া শাসনেরই এক অংশ।
মন মানে না, পরান মানে না
কি করি এখন বল তো উপায়!
চুপি চুপি মিলব কেমনে তোর সাথে
বুদ্ধি একটি বের করে বল না আমায়!
মায়ের কথায় রাগ করিস না
মা’ তো সব এমনই হয়!
ভাল বুঝে না-মন্দ বুঝে না
শুধু শাসনেই রয়!
কি করে বুঝবে বল!
মা কি জানে আর তুই
আমার কত আপনজন!
রক্তের সম্পর্ক হার মেনে যায়
তোর-আমার বন্ধুত্ব এমনই যেন রয়!
আসুক যত ঝড় তুফান
ছিঁড়বে না মোদের বন্ধন।
আয় তবে করি পণ
বন্ধু হয়ে থাকব মোরা আজীবন।