বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আগামী ২২ আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা। শনিবার (১৭ আগস্ট) এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ফেসবুক এক ঘোষণায় জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচারটি মানানসই নয়। এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।
ফেসবুকের কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম পেজে লেখা হয়েছে, তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রুপ চ্যাটে আগামীতে নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারে কর্তৃপক্ষ চিন্তা-ভাবনা করছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফেসবুক ২০১১ সালের ৯ই আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ম্যাসেঞ্জার চালু করে। আর গ্রুপ চ্যাট চালু হয় ২০১৩ সালে।