ঘাটাইলের ইউ.এন.ও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারে উদ্যোগে বন্ধ হলো আরেকটি বাল্যবিবাহ। আজ ৮জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের মোঃ অব্দুল জলিলের কন্যা জুলিয়া (১৬) এর সাথে দিঘলকান্দি ইউনিয়নের ব্যাংরোয়ার মোঃ কুদ্দুস আলী খান এর পুত্র মোঃ অালাল খান (২০) এর মধ্যে বাল্যবিবাহ হওয়ার কথা ছিল। তবে রাতেই গোপন সুত্রে খবর পেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন বিয়ে বাড়িতে যান এবং বিবাহটি বন্ধ করতে সফল হন এবং বর ও কনে পক্ষ উভয়কে এই মর্মে বন্ড প্রদান করে যে, মেয়ের বয়স ১৮ না হলে তারা বিবাহ-এর উদ্যোগ নিবে না। এবং বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলের বাবাকে ৩০০০ টাকা ও মেয়ের বাবাকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এ মাসে গত২ ও ৩ মে রাতে অারও দুটি বাল্য বিবাহ বন্ধ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।